মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আজগর আলীকে শেষ বিদায় দিলেন উপজেলা প্রশাসন। ২১ শে নভেম্বর শুক্রবার জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর (৮৫) গার্ড অফ অনার প্রদান করা হয়। বেলা ২ ঘটিকার সময় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন, আজগর আলীর গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে আজগর আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে উল্টাছড়ি বাইতুল সালাত জামে মসজিদ এর সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পবিত্র জুমার নামাজের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর, তিনি এক স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে যান।

