মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন প্রতিবেশীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ আজম খান।
অভিযোগে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকাল প্রায় ৯টার দিকে বিবাদী আহমদ মিয়া (৩৫), মন্নান মিয়া (৪০) ও আব্দুল কাদির (৩০) রাস্তার দক্ষিণ সীমানার একটি খুঁটি উপড়ে ফেলে জোরপূর্বক পাকা ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি টের পেয়ে আজম খান গিয়ে বাধা দিলে বিবাদীরা তাকে অশালীন গালিগালাজ করে মারধরের জন্য তেড়ে আসে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ও সাক্ষীরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আজম খানকে রক্ষা করেন। অভিযোগকারী দাবি করেন—দীর্ঘদিন ধরে বিবাদীরা নানা বিষয়ে তার পরিবারের সঙ্গে শত্রুতা করে আসছে এবং ইচ্ছাকৃতভাবে তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে।
আজম খান বলেন,এই রাস্তা আমাদের পরিবারের একমাত্র যাতায়াতের পথ। রাস্তা দখলের চেষ্টা ও আমাকে মারধরের হুমকি দেওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
এলাকাবাসীর মতে, বিবাদীদের জোরপূর্বক দখলচেষ্টায় যেকোনো সময় দাঙ্গা–হাঙ্গামা ও শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় উপস্থিত সাক্ষীরা পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং তদন্তে আরও প্রমাণ মিলবে।
এদিকে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মাধবপুর থানা পুলিশ।

