ঢাকাWednesday , 30 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

টাঙ্গাইলে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন অব্যাহত

দেশ চ্যানেল
August 30, 2023 12:45 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলন ক্রমাগত অব্যাহত রেখেছেন।

বুধবার, ৩০ আগস্ট দুপুরে দাবি আদায়ের জন্য প্রতিষ্ঠানটির চার শতাধিক শিক্ষার্থী টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন ম্যাটস শিক্ষার্থী আকাশ, শাকিল, রাসেল, সজিব ও কৌশিক। এ সময় শিক্ষার্থীদের নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‌‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা নিজেদের দাবি তুলে ধরে বলেন, দাবিগুলো দ্রুত মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার পরিবেশ সৃষ্টি করতে হবে কর্তৃপক্ষকে। দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে শিক্ষার্থীরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST