মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে মানিকগঞ্জে আলেম–ওলামা ও তাওহিদী জনতার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
বক্তারা বলেন, মানিকগঞ্জের দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবেন। জেলার বাউল শিল্পীদের সাংস্কৃতিক চর্চার প্রতি তাদের কোনও আপত্তি নেই উল্লেখ করে বক্তারা বলেন, তবে ধর্মীয় বিষয়ে উত্তেজনা ছড়াতে পারে এমন মন্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তারা পরিষ্কার করে জানান, বাউলদের গান–বাজনা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে— এমন প্রচারণা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। যে ব্যক্তি ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, অভিযোগ প্রমাণিত হলে কেবল তাঁর বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। “এই ঘটনায় কাউকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই”— বলেন বক্তারা।
সংবাদ সম্মেলনে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে করা মামলারও প্রতিবাদ জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, “নিরপরাধ মানুষকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। মামলা প্রত্যাহার না হলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” তারা আরও জানান, সংঘর্ষে তাদের পক্ষের কয়েকজনও আহত হয়েছেন— প্রয়োজনে তারাও আইনগত ব্যবস্থা নেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, মাওলানা শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, আইনবিষয়ক সহকারী সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, সহকারী প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

