দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা বাজার এলাকায় প্রকবিন সাংমা নামে এক ভুয়া চিকিৎসককে ১৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান চালান। এ-সময় সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম ও থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা বাজার এলাকায় এমবিবিএস চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে চেম্বার পরিচালনা করে আসছিলেন প্রকবিন সাংমা। তিনি হার্বাল ও হোমিও চিকিৎসাও দিতেন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক লিখে দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে পাওয়া গেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, প্রকবিন সাংমা ডাক্তার পরিচয় ব্যবহার করে রোগী দেখছিলেন। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। তার সার্টিফিকেট ভুয়া, এমনকি ‘এমবিবিএস’ মানে কী তাও তিনি জানেন না। তার প্রেসক্রিপশনেও ‘ডাক্তার’ লেখা পাওয়া যায়। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৭ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনাদের আশে পাশে এমন সন্দেহজনক কিছু হলে প্রশাসনকে জানান।

