ঢাকাMonday , 1 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর দুর্গাপুরে ভেজাল জিংক সার ধ্বংস।

দেশ চ্যানেল
December 1, 2025 4:17 pm
Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে ছোয়াদ এগ্রো এন্ড ডেইরী কোম্পানির ১ কেজি পরিমাণের ২০ প্যাকেট ভেজাল ভাইটাল জিংক সালফেট (মনোহাইড্রেট) ধংস করেছে উপজেলা কৃষি অফিস।

১ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২ টার দিকে কৃষি অফিসের পার্শ্বে জব্দকৃত মালামাল মাটি চাপা ও আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর উপজেলার সদরের শাফায়াত এন্টারপ্রাইজ থেকে উল্লেখিত কোম্পানির জিংক সালফেট স্যারের নমুনা সংগ্রহ করে “মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগারে”পাঠানো হয়। প্যাকেটে পণ্যটিতে জিংক (দন্তা) ৩৬% সালফেট ১৭.৫% উল্লেখ ছিলো। কিন্তু রাসায়নিক সার নমুনার বিশ্লেষিত ফলাফল অনুযায়ী , দস্তা (Zn), ওজন ভিত্তিক-১.০% সালফেট (S), ওজন ভিত্তিক-৩.৫% বোরন (B), ওজন ভিত্তিক-১৭.৫% পাওয়া যায়। যেখানে সরকারী বিনির্দেশ অনুযায়ী দস্তা (Zn), ওজন ভিত্তিক নূন্যতম=৩৩.০% সালফার (S), ওজন ভিত্তিক ন্যূনতম =১৫.০% বোরন (B), ওজন ভিত্তিক ন্যূনতম = ২০.০% নির্ধারিত রয়েছে। ফলাফল বিশ্লেষণে, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৭(২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল জিংক সালফেট মনোহাইড্রেট সার হিসেবে সনাক্ত হয়।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনী জানান, ভেজাল সার সনাক্ত ও জব্দ করে ধ্বংস করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি , ঢাকায়’কে জানানো হয়ছে। কোম্পানী-কে কারন দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন দোকান পরিদর্শন করে ঐ কোম্পানীর ঐ ব্যাচের কোন পন্য পাওয়া যায়নি। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST