ঢাকাTuesday , 2 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে জমি দখলকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা থানায় অভিযোগ।

দেশ চ্যানেল
December 2, 2025 3:53 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণ খোলা গ্রামে জমি দখল কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই গ্রামের বাসিন্দা সুরুজ মিয়া (৬৫) তার পৈতৃক জমির একটি অংশ জোরপূর্বক দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ এনে একই গ্রামের জসিম উদ্দিন (৪০)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে তার মৌরসী ১৫ শতক জমি ভোগদখল করে আসছেন। তবে বিবাদী জসিম উদ্দিন ওই জমির উত্তরাংশের প্রায় ৮ শতক জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকি প্রদান ছাড়াও সুরুজ মিয়া ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সুরুজ মিয়া জমিতে কাজ করতে গেলে বিবাদী তাকে বাধা প্রদান করেন এবং উক্ত ৮ শতক অংশ জোরপূর্বক দখল নিয়ে নেবেন বলে হুমকি দেন। বাধা দিলে মারধরসহ বড় ধরনের ক্ষতি করারও ভয় দেখানো হয় বলে দাবি করেছেন অভিযোগকারী।

ঘটনার সময় সুরুজ মিয়ার ছেলে কাজল মিয়া, স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ, আব্দুল আউয়াল এবং আঞ্জব আলীসহ,একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে।

অভিযোগকারী সুরুজ মিয়া বলেন, আমি অসহায় মানুষ। পৈতৃক জমি নিয়ে বারবার হুমকি দেওয়া হচ্ছে। যে কোনো সময় মারামারি বা বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা ঘটতে পারে।”

তিনি আরও জানান, স্থানীয়ভাবে চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও বিবাদী কোনো প্রকার সিদ্ধান্ত মানতে রাজি হননি, ফলে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান,অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST