ঢাকাThursday , 4 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে শ্রমিক দল নেতা শরিফ উদ্দিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন।

দেশ চ্যানেল
December 4, 2025 3:01 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল হওয়া শ্রমিক দল নেতা শরিফ উদ্দিনকে দল থেকে অব্যাহতি দেওয়ার পরও সংবাদ সম্মেলন করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তারতাপাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী জানান, গত ৩০ নভেম্বর দুপুর তিনটার দিকে একই এলাকার তাঁতি লীগ সভাপতি শাহাদৎ হোসেন সবুজের বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শরিফ উদ্দিন ও নুর নবী কারীকে দুই নারীসহ স্থানীয় তরুণরা আটক করেন। বাড়ির দুটি আলাদা কক্ষ থেকে দুই নারীসহ তাদের বের করে আনার পর মুহূর্তেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শ্রমিক দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলেও, ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন শরিফ উদ্দিন। এতে ক্ষোভ আরও বাড়ে এলাকাবাসীর মাঝে।

স্থানীয়দের অভিযোগ, শরিফ উদ্দিন দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। শুধু তাই নয়—জনস্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সরকারি টয়লেটের সরঞ্জাম আটকে রেখে অবৈধভাবে টাকা আদায়ের মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

একই এলাকার এক ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, “পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও বাড়ি থেকে টেলিভিশন নিয়ে গেছে। বিভিন্ন সময় আমাদের হুমকিও দেওয়া হয়েছে।”

এলাকাবাসী আরও জানান, বছরের পর বছর নানা অপকর্মের মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট করেছেন শরিফ উদ্দিন। এখন আবার ভিডিওসহ প্রমাণ প্রকাশিত হওয়ার পরও তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

মানববন্ধনে বক্তারা শরিফ উদ্দিনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার, তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক কর্মী, তরুণ সমাজ ও স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST