-আবুজর গিফারী
টিস্যু পেপার বা টয়লেট টিস্যুর উদ্ভাবন হয়েছে বেশ আগে। টিস্যু পেপার ব্যবহারের প্রথম দালিলিক প্রমাণ মেলে চীনে। যদিও ৮৫১ সালের সেই তথ্যে টিস্যু পেপারের আকার বা ব্যবহার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।
টিস্যু পেপার ব্যবহারের বিস্তর প্রমাণ মেলে ১৪০০ সালে। সেটাও পাওয়া গেছে চীনে। তখন চীনে ছিল মিং সাম্রাজ্যের রাজত্বকাল। রাজদরবারের পণ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজকীয় পণ্যসামগ্রীর তালিকায় তখন টিস্যু পেপারও ছিল। মিং রাজাদের ব্যবহৃত টিস্যু পেপারের আকৃতিও জানা গেছে, যা ছিল প্রস্থে দুই ফুট ও দৈর্ঘ্যে তিন ফুট।
অবশ্য আমরা যে টিস্যু পেপার বা টয়লেট টিস্যু ব্যবহার করি, সেটার প্রচলন খুব বেশি দিনের নয়। ১৮৫৭ সালে জোশেফ গোয়েত্তি সর্বপ্রথম তাঁর উদ্ভাবিত টয়লেট টিস্যু বিক্রয়ের চেষ্টা করেছিলেন বলে জানা যায়। তবে তখনো মানুষ টয়লেট টিস্যুকে বাহুল্য হিসেবেই মনে করত। অবশ্য এই মানসিকতার পরিবর্তন আসে ১৮৯০ সালে, যখন স্কট পেপার কোম্পানি টিস্যুকে রোল করে আকর্ষণীয় মোড়কে বাজারজাত করে। এরপর থেকে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে টিস্যু পেপার।