দূর্গাপুর উপজেলা প্রতিনিধি, নেএকোনা।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ। বৈষম্য নিরসন করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ সকাল ৮টা বেলা ১২টা পর্যন্ত সকল স্বাস্থ্য বিভাগীয় পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করেছেন তারা।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সম্পাদক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আসাদুজ্জামান, প্যাথলজিস্ট সুমন ঘোষসহ অন্যরা।
তারা বলেন, জেলায় সরকারি মেডিকেল টেকনোলজিস্ট ৪৫ থেকে ৫০ জনের মতো এবং বেসরকারি বিভিন্ন প্যাথলজির দুই শতাধিক ল্যাব টেকনিশিয়ান সবাই এই একই দাবিতে একাত্ম হয়েছেন।
জেলা সদর হাসপাতালসহ সরকারি এক্সরে, আল্ট্রা প্যাথলজিক্যাল ১৫ থেকে ২০ জন যারা তারাও এই আন্দোলনের সঙ্গে থাকায় সব ধরনের পরীক্ষা বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন। এতে করে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে ব্লাডব্যাংকে রাখা ব্লাড রোগীর জন্য ময়মনসিংহে নিয়ে যেতে পারছেন না। ঘুরে যাচ্ছেন সেবা না পেয়ে।
এ সকল বিষয় স্বীকার করে অপারগতার কথা জানিয়ে আন্দোলনকারীরাও বলছেন, দীর্ঘ ৩১ বছরের এই দাবি তাদের। তারা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন কিন্তু কোনো সরকারই তাদের দাবির বিষয়ে আশ্বাস ছাড়া বাস্তবায়নের দিকে যাচ্ছে না। এবার তাদের দাবি আদায় না হলে তারা কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

