বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
গণতন্ত্র শক্তিশালীকরণ এবং তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক সচেতনতা বাড়াতে নওগাঁ সরকারি কলেজে অনুষ্ঠিত হলো নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে এই আয়োজনের মূল স্লোগান ছিল- “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”।
দি হাঙ্গার প্রজেক্ট–বাংলাদেশ এর আয়োজনে এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক, নওগাঁ জেলা কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে জেলার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। এ সময় সুজনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং অংশগ্রহণই একটি রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালনার মূল ভিত্তি।
অলিম্পিয়াডের মূল পর্বে ৫০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)-এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা ১০ জন প্রতিযোগীকে মেডেল, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে সনদপত্র দেওয়া হয়। পরীক্ষার পর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে ভোট ও নির্বাচন নিয়ে সচেতন মনোভাব আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

