জেলা প্রতিনিধি নড়াইল
কলসযাত্রা ও গঙ্গা বরণের মধ্য দিয়ে লোহাগড়ায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় শহরের কুন্দশী মালোপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে প্রায় ৭ শতাধিক নারী-পুরুষের সমন্বয়ে একটি কলস শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দিরে এসে শেষ হয়।
এরপর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির সংলগ্ন নবগঙ্গা নদীর ঘাটে গঙ্গা পূজা শেষে মহিলারা কলসে গঙ্গাজল ভোরে পুনরায় শোভাযাত্রা সহকারে কুন্দশী মালোপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।
পরে কুন্দশী মালোপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের নব নির্মিত নাট মন্দিরে নামযজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি দেবব্রত বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া নিতাই-গৌর জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিপক সাহা, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কার্তিক অধিকারী, বিযুষ বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, সমরেশ বিশ্বাস, গোপাল বিশ্বাস, উত্তম বিশ্বাস, সিদ্ধেশ্বর বিশ্বাসসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় নাম সংকীর্তনের মাধ্যমে অধিবাসের পূজা-অর্চনা শুরু হয়। অধিবাসের পূজা অর্চনা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোরে শেষ হবে। এই প্রথমবারের মতো কুন্দশী মালোপাড়ার রাধাগোবিন্দ মন্দিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত মহানাম যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে কুন্দশীসহ আশেপাশের এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

