ঢাকাThursday , 18 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতাদের বিএনপিতে যোগদান ঘিরে বিতর্ক, দলীয় নেতাকর্মীদের ক্ষোভ।

দেশ চ্যানেল
December 18, 2025 3:26 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী কৃষক লীগের দুই নেতা আওয়ামীলীগ থেকে পদত্যাগ করে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের উপস্থিতে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- মাদারগঞ্জ শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও  ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে  ভিক্কু, একই এলাকার বাসিন্দা ও শহর কৃষকলীগের সদস্য  মোশারফ হোসেন।

নিসিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতারাদের বিএনপিতে যোগদান করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় কোনো কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের নির্দেশনা না থাকলেও উপজেলা বিএনপির সভাপতি ওই দুই নেতাকে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি কর্মী বলেন, “যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করে নানা সুবিধা নিয়েছে, তারাই এখন আবার নতুন দলে এসে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আদর্শহীন লোকদের এভাবে দলে নেওয়া হলে ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হবে।”

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—দলের আদর্শ, ত্যাগ ও আন্দোলনের ইতিহাসকে পাশ কাটিয়ে কীভাবে বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, দলের উচ্চপর্যায়ের নির্দেশনা ছাড়া এ ধরনের যোগদান গ্রহণযোগ্য নয়। তারা বিষয়টি দ্রুত দলীয় ফোরামে উত্থাপন করে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।জামালপুর -৩ (মেলান্দহ- মাদারগঞ্জ ) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল মহোদয় এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে আমি অবগত নই। তবে উপজেলা বিএনপির সভাপতি এ প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় পর্যায়ে কোন বাঁধা নেই যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করা যাবে না।

“ব্যক্তিগতভাবে কাউকে বরণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ীই হবে।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এ বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিচ্ছি।

 

ঘটনাটি নিয়ে মাদারগঞ্জের রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST