ঢাকাSunday , 21 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে বেদে সম্প্রদায়ের শাকিল হত্যা মামলার আসামী বিশু মিয়া র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার।

দেশ চ্যানেল
December 21, 2025 9:01 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

সিপিএসসি বগুড়ার, র‍্যাব-১২ এবং সিপিসি-২ সাভার, র‍্যাব-৪ এর যৌথ অভিযানে গাবতলী বেদে সম্প্রদায়ের চাঞ্চল্যকর মোঃ শাকিল (২৫) হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ বিশু মিয়া (৪৫) কে ঢাকা আশুলিয়া থানাবাতানটেক রিয়াজউদ্দিন মোড় এলাকা থেকে গ্রেফতার।

ভিকটিম মোঃ শাকিল (২৫) বেদে সম্প্রদায়ের হওয়ায় ২০ থেকে ২২ টি পরিবার নিয়ে ঢাকা সাভার এর অধীনে একটি বেদে বহর নিয়ে প্রবাসে বের হয়ে বগুড়া গাবতলী উপজেলা নারুয়ামালা ইউনিয়নের নারুয়ামালা গ্রামের হেলালের ইট ভাটার ফাঁকা জায়গায় তাবুর মধ্যে অস্থায়ী বসত গড়ে ওঠে।

সেখানে বসবাসরত অবস্থায় গত ১০ ডিসেম্বর দিন গত রাতে খাবার শেষে বহরের লোকজন সবাই ঘুমিয়ে পড়লে ২নং আসামী রাশেদ (৪৩) বেদের বহরের তাবুর ভিতর উকিঝুকি মারাকালে ভিকটিম মোঃ শাকিল দেখে রাশেদকে আটক করে বেধে রাখে। পরে হেলাল চেয়ারম্যানের ইট ভাটা দেখাশোনা করা মোঃ ভুট্টুকে সংবাদ দিলে সে আটককৃত মোঃ রাশেদকে সকাল পর্যন্ত আটক করে রাখতে বলে। সকাল হলে হেলাল চেয়ারম্যান এসে বিচার করবে বলে জানায়। আটক রাখা অবস্থায় গত ১১ ডিসেম্বর সকাল আনুমানিক ৭ টার সময় অভিযুক্ত আসামীগন রাশেদকে মুক্ত করার জন্য বেআইনী জনতায় দলবন্দ হয়ে মোঃ শাকিলের উপর অতর্কিত হামলা করতঃ ২নং আসামী রাশেদ (৪৩) কে, ছিনিয়ে নেওয়ার সময় মোঃ বিশু মিয়ার হাতে থাকা চাকু দিয়ে মোঃ শাকিলের বুকে চাকু মেরে গুরুতর রক্তাক্ত কাটা জখম করলে শাকিল মাটিতে লুটিয়ে পড়ে। তখন বহরের লোকজনসহ আশপাশের লোকজন শাকিলকে উদ্ধার করে, অজ্ঞাতনামা ইজিবাইকে করে চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে বগুড়া গাবতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২, উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামীগণকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ বিশু মিয়া (৪৫) ঢাকা আশুলিয়া বাতানটেক রিয়াজউদ্দিন মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, গত শনিবার। সন্ধ্যায় ১ নং পলাতক আসামী মোঃ বিশু মিয়া (৪৫), পিতা মৃত আশরাফ আলী, সাং প্রথমারছেও,।

গাবতলী,বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST