ঢাকাMonday , 22 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এবার খুলনার এনসিপি বিভাগীয় প্রধানের মাথায় গুলি।

দেশ চ্যানেল
December 22, 2025 8:08 am
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

ওসমান হাদির রক্তের দাগ শুকাতে না শুকাতে তারই পুনরাবৃত্তি ঘটলো খুলনায় এনসিপি খুলনার বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠক মোতালেব সিকদারকে সোমবার ২২ ডিসেম্বর বেলা বারোটার দিকে তার মাথা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করেছে। তাৎক্ষণিক তাকে প্রত্যক্ষদর্শীরা দ্রুত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ মোতালেব কে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয় এবং সেখানে নিবিড় চিকিৎসার পরিচর্যা চলছে ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খুলনায়।

এর আগে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার এনসিপি নেতা রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা অবশেষে জীবনের সাথে যুদ্ধ করে সিঙ্গাপুরের একটি জেনারেল হাসপাতালে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান হাদী।

তবে আজকের বিষয়টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

তিনি বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে তার অবস্থা গুরুতর। তবে আজকের এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের ধারণা নির্বাচন বানচাল করার লক্ষ্যে কোন এক অপশক্তির উদ্ভব ঘটেছে হয়তো এ শক্তি সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে একের পর এক এ মিশন অব্যাহত থাকবে ঝরে যাবে অসংখ্য জুলাই যোদ্ধাদের প্রাণ। তার আগে সরকার যদি কঠোর অবস্থানে না যান তাহলে পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ দিকে যাবে একই সাথে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কঠোর অবস্থানে থাকতে হবে চিরনী অভিযান আরো জোরদার করতে হবে সন্ত্রাসীদের নখদর্পণে আনতে হবে পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহিংসতা ও প্রতিহিংসামূলক বক্তব্য ও বন্ধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST