লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে ১ যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত সাজু মিয়ার ছেলে করাব ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ জুনায়েদ মিয়া (৪৫)।
সূত্রে জানা যায়, লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক এর নের্তৃত্বে, লাখাই থানার ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র, সঙ্গীয় এসআই মোঃ আক্তারুজ্জামান,এসআই প্রণয় কুমার সরকার,এসআই নুরুল ইসলাম মোল্লা, এসআই মোঃ ময়নাল খান ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ২২ ডিসেম্বর সোমবার বুল্লা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974 এর এজাহারনামীয় আসামী মোঃ জুনায়েদ মিয়া (৪৫), (কার্যক্রম নিষিদ্ধ লাখাই থানার করাব ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি) কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান লাখাই থানাধীন বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ জুনায়েদ মিয়া কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

