মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি) মাধবপুর এলাকায় একটি পিকআপে করে মাদক পরিবহনের গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা তল্লাশি চালান। পরে পিকআপটি থামিয়ে তল্লাশি করে ভেতর থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ কাউছার আলী (২২), পিতা: মোঃ হাবিবুর রহমান, সাং: মড়িয়াল কাঁকা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।২। মোঃ ইব্রাহিম (২৫), পিতা: মোঃ নুরুল হয়খাম, থানা: নলছিটি, জেলা: ঝালকাঠি।৩। মোঃ হোসেন, পিতা: মৃত লিয়াকত আলী, গ্রাম: রসুলপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত গাঁজা ও পিকআপসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী র্যাবের এই অভিযানের প্রশংসা করে বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

