আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনে মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। সোমবার(২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনে মাসুদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমানের নিকট মনোননয়ন জমা দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম,ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ মুস্তাফিধ নাসিম। এর আগে তিনি শেরপুর বাসস্ট্যান্ডে অবস্থিত পৌর জামায়াত কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শেরপুর- ধুনটের জনগণ দাঁড়িপাল্লার পক্ষে তাকে মনোনীত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

