ঢাকাMonday , 29 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক এমপি পুত্র নাঈম মোস্তফা।

দেশ চ্যানেল
December 29, 2025 4:01 pm
Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের ফর্ম জমা দিয়েছেন বিএনপি’র সাবেক দুইবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার পুত্র জুলাফার নাইম মোস্তফা( বিস্ময়)।

২৯ ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে চারটার সময় দুর্গাপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় নাঈম মোস্তফার ব্যপক কর্মী সমর্থক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। দুর্গাপুর উপজেলার গেট হতে, উপজেলার প্রধান প্রধান সড়ক তার দলীয় নেতাকর্মী-তে পরিপূর্ণ ছিল। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়নের পর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশার লক্ষ্য করা যায় । তারা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর বিরুদ্ধে মশাল মিছিল, অবস্থান কর্মসূচি, সংবাদ সম্মেলনসহ নানা ধরনের কর্মসূচি পালন করেন । কিন্তু বিএনপি প্রার্থীরা পরিবর্তন না করায় এই আসনে একাধিক প্রার্থী স্বতন্ত্র ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ভোটারদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি সহ নানা ধরনের মন্তব্য পাওয়া গেছে।

এ আসনের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারা জানান বিএনপির ও প্রার্থী পরিবর্তন না করা হলে এই আসনটিতে বিএনপির জয়লাভ করা সম্ভব নয়। ‌ তারা আরো বলেন প্রার্থিতা পরিবর্তন করা না হলে তারা স্বতন্ত্র ভোট করবেন।

এদিকে মনোনয়ন ফরম জমা দিয়ে জুলফার নাঈম মোস্তফা বলেন, আমার বাবা দীর্ঘদিন এই আসনে রাজনীতি করেছেন তিনি দুইবারের এমপি ছিলেন দীর্ঘ ১৭ বৎসর আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করে তিনি এই আসনের মানুষের সুখে-দুখে পাশে ছিলেন। আমার বাবা গত বছর মৃত্যুবরণ করেন । তার মৃত্যুর পরে এই পুঠিয়া দুর্গাপুরের মানুষ আমাকে তাদের যোগ্য নেতা হিসেবে গ্রহণ করেন । আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে আমাকে দল মনোনয়ন দেয়নি । তিনি আরো বলেন যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি জনসম্পৃক্ত ব্যক্তি নয় । তাই এই আসনের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করব।

তিনি আরো বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি পুঠিয়া দুর্গাপুরে মানুষের বিপদে-আপদে পাশে থাকতে চাই । পুঠিয়া দুর্গাপুর কে আমি একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই আসনের বেকারত্ব দূর করতে চাই ।

মনোনয়ন ফরম দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, এস এম আকবর আলী বাবলু,দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, মোঃ আব্দুল আজিজ মন্ডল, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, মোঃ চয়েন উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক, আরমান কবির সুজন, দুর্গাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, ইমন আহমেদ সুমন, পুঠিয়া বিএনপি নেতা পলান সরদার, পুঠিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হোদা, বাবুসহ দুর্গাপুর ও পুঠিয়ার অসংখ্য নেতাকর্মী।

মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে রাজশাহী–৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলফার নাঈম মোস্তফার নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST