সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহার উপজেলাতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাচ পরিধান, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও এক স্মরণ সভা।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর মৃ’ত্যু’তে দেশ এক অভিভাবককে হারালো।”
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ শাহ্ চৌধুরী, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। শোক ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলা বিএনপি তাদের প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র সম্মান প্রদর্শন করে।

