সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)
ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬ জন প্রার্থী।গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে এই আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বেড়ে চলছে। নির্বাচন কমিশনার বরবার ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও মাঠ পর্যায়ে বেশীর ভাগ প্রার্থীর প্রাচার প্রচারণা জনগণের দৃষ্টিতে তেমন একটা দেখা যায় না। যারা মনোনয়ন পত্র দাখিল করেন তারা হলেন দলীয় প্রার্থীদের মধ্যে ১/বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (ধানের শীষ) ২/বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত প্রার্থী নিজামুল হক নাঈম (ফুলকপি), ৩/ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন(হাতপাখা) ৪/গন অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ আতিকুল রহমান আবু তৈয়ব (ট্রাক) , ৫/জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাওলানা মোঃকামাল উদ্দিন(লাঙ্গল),৬/স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমত উল্যাহ সেলিম, প্রার্থীরা সকলেই লালমোহন উপজেলায় সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোঃ শাহ আজিজ জানান, ভোলা ৩ আসনে সর্বমোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষো করে মাঠে ময়দানে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে।তফসিল ঘোষনার পর থেকে এখন পর্যন্ত ভোলা-৩ আসনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯ জন।তজুমদ্দিন উপজেলা অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন,ভোলা-৩(লালমোহন-তজুমদ্দিন) দুই থানা নিয়ে এই আসন গঠিত। প্রার্থীরা মনোনয়ন পত্র জমার আগে থেকেই প্রচার-প্রচারণা করলেও মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নির্বাচনি প্রচারণার পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত তজুমদ্দিন থানা এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারনা নিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সার্বক্ষনিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে কাজ করছি।

