ঢাকাThursday , 1 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

দেশ চ্যানেল
January 1, 2026 1:05 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)

ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৬ জন প্রার্থী।গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে এই আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বেড়ে চলছে। নির্বাচন কমিশনার বরবার ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও মাঠ পর্যায়ে বেশীর ভাগ প্রার্থীর প্রাচার প্রচারণা জনগণের দৃষ্টিতে তেমন একটা দেখা যায় না। যারা মনোনয়ন পত্র দাখিল করেন তারা হলেন দলীয় প্রার্থীদের মধ্যে ১/বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (ধানের শীষ) ২/বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত প্রার্থী নিজামুল হক নাঈম (ফুলকপি), ৩/ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন(হাতপাখা) ৪/গন অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ আতিকুল রহমান আবু তৈয়ব (ট্রাক) , ৫/জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাওলানা মোঃকামাল উদ্দিন(লাঙ্গল),৬/স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমত উল্যাহ সেলিম, প্রার্থীরা সকলেই লালমোহন উপজেলায় সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোঃ শাহ আজিজ জানান, ভোলা ৩ আসনে সর্বমোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষো করে মাঠে ময়দানে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে।তফসিল ঘোষনার পর থেকে এখন পর্যন্ত ভোলা-৩ আসনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯ জন।তজুমদ্দিন উপজেলা অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন,ভোলা-৩(লালমোহন-তজুমদ্দিন) দুই থানা নিয়ে এই আসন গঠিত। প্রার্থীরা মনোনয়ন পত্র জমার আগে থেকেই প্রচার-প্রচারণা করলেও মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নির্বাচনি প্রচারণার পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত তজুমদ্দিন থানা এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারনা নিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সার্বক্ষনিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST