আলিফ: শালিখা উপজেলা প্রতিনিধি
শালিখা উপজেলার গজদুর্বা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ওই যুবক উক্ত গ্রামের টুকুন মন্ডলের ছেলে টিটো মন্ডল । তাকে উদ্ধার করতে গিয়ে আরো ছয় ব্যক্তি আহত হয়েছে।এদের মধ্যে গুরুতর জখম হয়ে মাগুরা ও ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । গুরুতর আহত চার জন হলেন লাবিব মন্ডল, ডলার মন্ডল, ফাহিম মন্ডল, মাহিম মন্ডল, ও শাকিল মন্ডল। ঘটনাটি ঘটেছে গত পহেলা জানুয়ারি দিবাগত রাত দশটার দিকে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় টিটো মন্ডলের ঘনিষ্ঠ বন্ধু ধনেশ্বরগাতী গ্রামের কামরুল ইসলামের ছেলে রাতুল তাকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ফটকি নদীর তীরে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর নাঘোষা গ্রামের লিটন মুসল্লির ছেলে ফাহিম মুসল্লি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে । তাকে উদ্ধার করতে গিয়ে আহতরাও ছুরিকাঘাতের শিকার হন। এ ব্যাপারে তাদের সহপাঠী শের আলী মন্ডল জানাই তাদের সাথে আরো ছিল কামাল ভূঁইয়ার ছেলে নয়ন,গিয়াস মোল্লার ছেলে সাব্বির হোসেন। তাদের দুজনেরই বাড়ি গজদূর্বা গ্রামে। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও খুনি ফাহিম পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়। আটকের পর ফাহিমকে শালিকা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনি। নিহত সম্পর্কে জানতে চাইলে উক্ত গ্রামের জমির উদ্দিন মন্ডল জানান নিহত টিটো খুবই ভালো ছেলে আমার জানা মতে তার কোন শত্রু নেই । তার অন্যান্য প্রতিবেশীরা বলেন টিটো খুবই উপকারী ছেলে, মানুষের যে কোন বিপদে সে সবার আগে এগিয়ে আসেন । এ ব্যাপারে শালিখা থানা ওসি তদন্ত মোঃ মোতালেব হোসেন জানান, এ ঘটনায় একজন আটক আছে অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

