জেলা প্রতিনিধি নড়াইল :
নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আজিজ। এ সময় জাপার প্রার্থী মিল্টন মোল্যার মনোনয়ন স্থগিতসহ ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।
অপরদিকে, নড়াইল-২ নং সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , বৈধ মনোনয়নপত্র দাখিল কারীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতের প্রার্থী এডভোকেট আতাউর রহমান বাচ্চু, ইসলামি আন্দোলনের মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো: শোয়েব আলী, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম।
এ সময় গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ও জাতীয় পার্টির মো: ফায়েকুজ্জামান ফিরোজ।

