সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)
ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) ভোলা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাচাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র দাখিল করা ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।
অধিকতর যাচাই-বাচাই শেষে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমতউল্যাহ সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে শতকরা ১% পার্সেন্ট ভোটারের যে তালিকা দেয়া হয়েছে। তার থেকে ১০ জন ভোটারের দ্বৈচয়ন করা হলে ৮ জনই নির্বাচন কর্মকর্তাকে জানান তারা ঐ তালিকায় স্বাক্ষর করেনি। সে কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা ডা. শামীম রহমান।
বৈধ মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ),
জামায়াত-সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাইম (ফুলকপি), ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাওলানা কামাল উদ্দিন (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আতিকর রহমান আবু তৈয়ব (ট্রাক)।

