মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গৃহবধূ মানসুরা আক্তারের হত্যার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিহত মানসুরা আক্তার মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভাটি সুন্দর গ্রামের মেয়ে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৮ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ করে মানসুরার পরিবারের কাছে ফোন করে জানানো হয়, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবার দৃঢ়ভাবে দাবি করছে, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র পাঁচ মাস আগে নোয়াপাড়া গ্রামের আল-আমিন হোসেনের সঙ্গে মানসুরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। দীর্ঘদিনের নির্যাতনের পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে তাদের দাবি।
ঘটনার পর থেকেই মানসুরার স্বামী মোঃ আল-আমিন হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর তারা মাধবপুর থানায় মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাদের জানান, মামলা ইতোমধ্যেই করা হয়েছে। কিন্তু পরিবার দাবি, তারা এ বিষয়ে কিছুই জানে না। তাদের ভাষ্য অনুযায়ী, মেয়ের জানাজা দ্রুত সম্পন্ন করার তাড়াহুড়ার মধ্যে এক পুলিশ সদস্য তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরে সেই স্বাক্ষর ব্যবহার করেই মামলা করা হয়েছে বলে ওসি জানান। তবে পরিবার বলছে, কী ধরনের মামলা বা কী অভিযোগে মামলা হয়েছে—সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

