মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি : ইমদাদুল ইসলাম
সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বাংলাদেশী রাবার জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৮ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘খোয়াইফ্রন্ট’ নামক এলাকায় ভারত থেকে অবৈধভাবে মাদক পাচারের চেষ্টা লক্ষ্য করে বিজিবি সদস্যরা। টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এদিকে, এর আগের দিন ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহলদল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কুঞ্জবন’ নামক স্থান থেকে ভারতে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি বাংলাদেশী রাবার ও একটি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং বাংলাদেশী রাবার কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

