বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।
নওগাঁ জেলা পুলিশের দক্ষতা ও শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে আজ (১০ জানুয়ারি ২০২৬) খ্রিষ্টাব্দ, শনিবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত মানোন্নয়নে ৪টি মূল বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন: উত্তম পোশাক পরিধান, যথাযথ ইউনিফর্ম ও পারিপাট্য বজায় রাখা। স্বাস্থ্য সচেতনতা, শারীরিক সক্ষমতা ও সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া।
কর্মস্থল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা। সৌহার্দ্যপূর্ণ আচরণ,সাধারণ মানুষের সাথে পেশাদার ও মানবিক আচরণ বজায় রাখা।
আইন-শৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত নির্দেশনা, বক্তব্যে তিনি বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে এখন থেকেই কঠোরভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলাজুড়ে মানসম্মত চেকপোস্ট স্থাপন এবং শৃঙ্খলার সাথে ডিউটি করার ওপর তিনি জোর দেন।
“পুলিশের প্রতিটি সদস্যকে শৃঙ্খলার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে।” — মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ।
আজকের মাস্টার প্যারেড অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট সকলকে পুরস্কৃত করেন।
উক্ত প্যারেডটি পরিচালনা করেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

