আমতলী উপজেলা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জহিরুল সিকদার (৪০)। তিনি ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি তার চাচাতো ভাই মুনসুর সিকদার। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে এ বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুনসুর সিকদার প্রথমে ফরিদ সিকদার নামের এক ব্যক্তিকে আক্রমণ করেন। পরিস্থিতি শান্ত করতে জহিরুল সিকদার এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে মুনসুর সিকদার ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জহিরুল সিকদারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করে। অভিযুক্ত মুনসুর সিকদারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

