মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
গণভোট ২০২৬ উপলক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মাননীয় উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজী মোঃ সায়েমুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে সঠিক ও ইতিবাচক প্রচারণা অত্যন্ত প্রয়োজন। গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, গণভোট ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন পঞ্চগড় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারি দপ্তর, গণমাধ্যম ও বিভিন্ন অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণভোট বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

