মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জন ডিপটিউওয়েল শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন,ভোলা সদর উপজেলার নবীপুর গ্রামের আব্দুল পন্ডিতের ছেলে মোহাম্মদ জুয়েল(৩৭) ও একই এলাকার মোঃ সোহেলের ছেলে মোঃ সুজন(১৬)। ঘটনাসূত্রে জানা যায়, ২০ জানুয়ারি মঙ্গলবার, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালির কালিতলা এলাকার বাসিন্দা শহীদ বেপারীর বাড়িতে গভীর নলকুপ বসানোর কাজে আসা শ্রমিক জুযেল ও সুজন তাদের মর্টার চালানোর জন্য পল্লী বিদ্যুতের ১১০০০ হাজার সঞ্চালন লাইনের সাথে বিদ্যুত সংযোগ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিম-এ প্রেরন করেন। আহত দুজনের মধ্যে সুজন(১৬)র অবস্থা আশংকাজনক।

