ঢাকাThursday , 22 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবীতে মানববন্ধন।

দেশ চ্যানেল
January 22, 2026 12:35 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামের সাইদুল শেখের মেয়ে সোনিয়া বেগমকে হত্যার অভিযোগে স্বামী সজিবসহ দোষীদের ফাসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় লক্ষীপাশা মহাজন সড়কের মাইগ্রাম চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্বজন সহ এলাকার দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে তারা প্রতিবাদ মিছিল করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সোনিয়া হত্যার বিচার চাই। সজিবের ফাসি চাই। বক্তব্যে স্থানীয় বাসিন্দা বাবুল আহমেদ বাবু বলেন, মাত্র ৩ মাস আগে সোনিয়াকে বিবাহ দেওয়া হয় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফলসী গ্রামের কাদের মোল্যার ছেলে সজিবের সাথে। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার প্রদান করা হয়।

বিবাহের বেশ কিছুদিন পর সোনিয়াকে তার স্বামী সজিব টাকার জন্য আরো চাপ দিতে থাকলে সোনিয়া তার পিতার পরিবারকে জানালে জামাইয়ের কাছে তারা সময় চায়। এরপরও থেমে থাকেনী লোভী স্বামী সজিব। সোনিয়ার উপর চালাতো নির্যাতন।

সর্বশেষ গত মঙ্গলবার(২০ জানুয়ারি) সকাল ৮ টায় সোনিয়া তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলে। কিন্ত তার ২ ঘন্টা পর ওই গ্রামের মেম্বার সোনিয়ার বাবার বাড়িতে ফোন করে জানায় সোনিয়া মারা গেছে।

এখবর শুনে সোনিয়ার স্বজনরা স্বামীর বাড়ি গোপালগঞ্জের ফলসি গ্রামে ছুটে যেয়ে দেখতে পান সোনিয়ার নিথর দেহটি খাটের উপর পড়ে রয়েছে। ওই সময় তারা সোনিয়ার শরীরের বিভিন্ন স্থানে মারপিটে ক্ষতর চিহ্ন দেখেন।

সোনিয়ার পিতার পরিবার বলেন, আমরা সোনিয়া হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবী করছি। এসময় আরো বক্তব্য রাখেন সোনিয়া বেগমের বোন সুমি বেগম, মা নুন নাহার বেগম, প্রতিবেশী শাহানাজ বেগম প্রমুখ।

কাশিয়ানি থানার ওসি মোঃ মাহফুজুর রহমান জানান, লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। ওই মৃত নারীর পরিবার কোন অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST