মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মাধবপুর উপজেলার মীরনগর জোয়ালভাঙ্গা এলাকায় ৫নং আন্দিউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. ফয়সল।
সভায় সভাপতিত্ব করেন হাফেজ ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোতালিব সরদার, ওমর আলী সরদার, হুমায়ুন, আবু কালাম, আবু মিয়া, আবদুল করিম, আব্দুল আজিজ এবং মোস্তফা কামাল বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাটি পরিচালনা করেন মোস্তফা কামাল বাবুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিএনপির কোনো বিকল্প নেই। তারা দলীয় ঐক্য বজায় রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা চলাকালে নেতাকর্মীরা “বিএনপি জিন্দাবাদ”, “রহমান জিন্দাবাদ” ও “সবার আগে বাংলাদেশ” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
আলোচনা সভায় মাধবপুর–চুনারুঘাট সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

