ঢাকাFriday , 30 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-২ আসনে জামায়াত প্রার্থীর ব্যাপক গণসংযোগ: হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে জনতার ঢল।

দেশ চ্যানেল
January 30, 2026 10:32 am
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন দিনভর ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। আজ ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে বেড়া উপজেলার ০১ নং হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এই নির্বাচনি কার্যক্রম পরিচালনা করেন।

ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারে একটি উঠান বৈঠকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন অধ্যাপক হেসাব উদ্দিন। এরপর তিনি নাকালিয়া বাজার, হাটুরিয়া চারমাথা মোড়, মোহনগঞ্জ চারমাথা মোড় এবং হাটুরিয়া-জগন্নাথপুর বাজারে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হেসাব উদ্দিন বলেন: “জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্ভাবনার যে নতুন দুয়ার উন্মোচিত হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে। বেড়া-সুজানগরে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদক আর চোরাচালানের রাজত্ব যেন আর কায়েম হতে না পারে, সেজন্য আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।”

তিনি আরও অঙ্গীকার করেন যে, নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন এবং সাধারণ মানুষ যাতে হামলা-মামলার শিকার না হয়, তার জন্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন।

গণসংযোগ ও বৈঠকে উপস্থিত ছিলেন: অধ্যাপক রেজাউল করিম: পাবনা-২ আসন পরিচালক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি।

মাওলানা আবু দাউদ: বেড়া উপজেলা নায়েবে আমীর ও আসন সহকারি পরিচালক।

আবুজর গিফারী: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য।

মোঃ আব্দুল হাকিম: হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আমীর।

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগকালে স্থানীয় জামায়াত কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST