ঢাকাSaturday , 2 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায় বিএনপি: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

দেশ চ্যানেল
September 2, 2023 5:17 am
Link Copied!

মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি বলছে নির্বাচনে আসবে না। দেশের যে সংবিধান আছে, সেই সংবিধানে নির্বাচন করবে না। তারা সংবিধান বানিয়ে নির্বাচন করতে চায়। বাংলার মানুষ তা কখনো হতে দেবে না। এ দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। এর বাইরে আর কোনো সুযোগ নেই।

শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গড়াপাড়া এলাকায় শুভ্র সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা সদরের দীঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে বিএনপি সন্ত্রাস করেছে। তারা দেশের উন্নয়নের কাজ বাধাগ্রস্ত করেছে, দিনের পর দিন হরতাল দিয়েছে। তারা মানুষ পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে, কলকারখানা পুড়িয়েছে। বোমা হামলা করেছে। আজ আবার তারা বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার চেষ্টা করছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে আমাদের কোনো উন্নয়ন দেয়নি, তারা বোমা হামলা করে মানুষ মেরেছে। শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল।

দীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার,জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, দিঘী ইউপি চেয়ারম্যান আকতার আহমেদ রাজা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST