রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ও খাগড়াছড়ির বিজিতলা-গামারিঢালায় ভূয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে পুনর্বাসিত রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং অবৈধ পুনর্বাসনের সাথে জড়িতদে শাস্তির দাবিতে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২ সেপ্টেম্বর ২০২৩) গণতান্ত্রিক যুব ফোরাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন-এর লক্ষ্মীছড়ি উপজেলা শাখাসমূহ যৌথভাাবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা শাখার নেত্রী এলি চাকমা, যুব নেতা রূপন্ত চাকমা ও দিপায়ন চাকমা।
রিতা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে অবৈধ উপায়ে মায়ানমারের নাগরিক রোহিঙ্গা পুনর্বাসন করা হচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ির বিজিতলা-গামারিঢালায় স্থানীয় সেনাক্যাম্প কর্মকর্তার নেতৃত্বে সেখানে ৩৩টি রোহিঙ্গা পরিবার পুনর্বাসন করার কথা জানা গেছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে এই অবৈধ রোহিঙ্গা পুনর্বাসনের কাজ চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা অনুপ্রবেশ ও পুনর্বাসন বন্ধ করার জোন দাবি জানান।
রুপন্ত চাকমা বলেন, রাষ্ট্রীয় বাহিনীর একটি স্বার্থান্বেষী মহল ভূয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা পুনর্বাসনের কাজ করছে। জন্ম নিবন্ধন সনদ দিতে না চাওয়ায় খাগড়াছড়ি সদর উপজেলায় ১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সচিব শিপংকর চাকমা অন্যত্র বদলী করে তার স্থলে নাজমুল ইসলাম নামে একজনকে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি অবিলম্বে বিজিতলা-গামারিঢালা এলাকায় অবৈধভাবে পুনর্বাসিত রোহিঙ্গাদের দ্রুত কক্সবাজার শরানর্থী শিবিরে ফেরত পাঠানো এবং অবৈধভাবে রোহিঙ্গাদের পুনর্বাসনের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।