তুষার কবিরাজ (ডুমুরিয়া) খুলনা প্রতিনিধি
গাড়াখোলায় ১৬ দলীয় ফুলবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-২ গোলে চ্যাম্পিয়ান হয়েছেন চেঙ্গুটিয়া বাজার মিতালী ক্রীড়াচক্র একাদশ। রানার্স আপ হয়েছেন যশোর সান ট্রাস্ট ট্রেড ফুটবল একাদশ। আজ শনিবার বিকেলে ফুলতলা উপজেলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গাড়াখোলা সংলাপ সংস্থা কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি মোহাম্মদ আবদুল হক।আরও উপস্থিত ছিলেন, প্রধান পৃষ্ঠ পোষক আলহাজ্ব ফেরদৌস হোসেন ভুইঁয়া, শরীফ মোহাম্মদ ভুইঁয়া শিপলু, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবলু,রবিউল ইসলাম, মোস্তফা কামাল বুলু চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।