আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা ।।
খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কবিতা দাশ কে ‘চোর বলে অ্যাখ্যায়িত করে’ ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক সুধাংশ কুমার মন্ডল কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কলেজ শিক্ষক সুধাংশ কুমার মন্ডল কে মানহানিকর পোষ্টের ক্ষতিপূরন বাবদ নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ১লাখ টাকা পরিশোধ করে শোধ রশিদ নেয়ার জন্য বলা হয়েছে।
পাইকগাছা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কবিতা দাশ এর পক্ষে পাইকগাছা সহকারি জজ আদালতের আইনজীবী এফ,এম,এ রাজ্জাক এ নোটিশ পাঠান।
সোমবার(৪সেপ্টেম্বর) এ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আইনজীবী এফ,এম,এ রাজ্জাক এ প্রতিবেদক কে বলেন,গত ২সেপ্টেম্বর জনৈক পূর্ণ চন্দ্র মণ্ডল নামীয় ফেসবুক আইডিতে “পাইকগাছায় এক মহিলা কাউন্সিলার কবিতার বিরুদ্ধে জোনাকী সমিতি কর্তৃপক্ষ দেড় কোটি টাকা আত্মসাতের অভোযোগ তুলেছে। আর সে জন্যে সমিতির গ্রাহকদের কোটি কোটি টাকা পরিশোধ করতে পারছে না সমিতি কর্তৃপক্ষ। তাহলে দেড় কোটি টাকা বাদে বাকি কোটি কোটি টাকা কার কাছে? নিশ্চই কর্তৃপক্ষের কাছে? তাহলে গ্রাহকরা হয়রানী হচ্ছে কেন? উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপানো হচ্ছেনাতো? যারাই জড়িত থাকুক গ্রাহকরা যেন বঞ্চিত না হয়। সে জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার।” প্রকাশের পর “চোর, ফসিয়ার রহমান জনকল্যান সমিতি থেকে চুরি করেছিল।” বলে অ্যাখ্যায়িত করেন
ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক সুধাংশ কুমার মন্ডল। এই পোস্টের মাধ্যমে সংরক্ষিত মহিলা কাউন্সিলর কবিতা দাশের মানহানি করা হয়েছে। এ কারণে কলেজ শিক্ষক সুধাংশ কুমার মন্ডল কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।আর নোটিশে ওই কলেজ শিক্ষক কে মানহানিকর পোষ্টের ক্ষতিপূরন বাবদ নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ১লাখ টাকা পরিশোধ করে শোধ রশিদ নেয়ার জন্য বলা হয়েছে। অন্যাথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।