রশিদুল ইসলাম,
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে প্রায় ৪০কেজি কারেন্ট জাল জব্দ করে বিনস্ট ও জরিমানা করা হয়েছে।
এসময় অবৈধ কারেন্ট জাল বেচাকেনার অভিযোগে দুই ব্যবসায়ীর পাঁচ হাজার করে মোট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চাপারহাটে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সাইয়েদুল মোফাচ্ছালীন ও কালীগঞ্জ থানা পুলিশের অফিসারসহ সঙ্গীয় ফোর্স।
জরিমানা হওয়া ব্যবসায়ীরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোঁয়া এলাকার মৃত হোসেন আলী ছেলে সাজু মিয়া (৩৮) ও মোঃ রইচ উদ্দিনের ছেলে মোঃ রোকন (৩৮)।
এবিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর চাপারহাট এলাকায় অভিযান চালালে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০কেজি ক্ষতিকর কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে দুইজন ব্যবসায়ীকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল বিনস্ট করা হয় এবং সেই সাথে শিয়ালখোঁয়া সঁতী নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালািয়ে বিভিন্ন নদী থেকে দুইটি মরন জাল উদ্ধার করা হয় এবং পরে সেগুলোও বিনস্ট করা হয়। উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আজকের অভিযান পরবর্তীতেও চলমান থাকবে বলে জানান তিনি।