আনারুল ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্মরণে ‘স্মরি বঙ্গবন্ধু চলচ্চিত্রে’ শীর্ষক দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে জয়ধ্বনি মঞ্চে ৬টি চলচ্চিত্র প্রদর্শনী হয়।
পিপলু খান পরিচালিত ‘ হাসিনা, আ ডটারস টেল’ নাগিসা ওসিমা পরিচালিত প্রামাণ্যচিত্র ‘রহমান, দ্য ফাদার অব বেঙ্গল’ এবং চন্দন কুমার বর্মন ও সোহেল মোহাম্মদ রানা পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মুজিব ভাই’ প্রদর্শিত হয়েছে।
প্রদর্শিত হয়েছে গৌতম কৈরী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বঙ্গমাতা’, সোহেল মোহাম্মদ রানা পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’ এবং সবশেষে এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত কাহিনিচিত্র ‘মাইক’।
এদেশের চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান অনেক। বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। ভবিষ্যতে আরও চলচ্চিত্র নির্মিত হবে। তরুণরাই এই দায়িত্ব নিবে বলে আমি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।
প্রদর্শনীর আহ্বায়ক ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাগীব রহমান বলেন, চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের অভ্যুদয়ের প্রকৃত ইতিহাস জানতে পারে, সেই লক্ষ্যেই দুই দিনব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।