রশিদুল ইসলাম,
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটে সনাতন
ধর্মাবলম্বিদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজায় তিন দিন ছুটির দাবীতে মিশনমোড় চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় যুব ও ছাত্র মহাজোট লালমনিরহাট জেলা শাখা।
বুধবার (৬ সেপ্টেম্বর) ২০২৩ সকালে লালমনিরহাটে যুব ও ছাত্র মহাজোট এর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।উল্লেখ্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত প্রাক্কালে লালমনিরহাটেও বাংলাদেশ জাতীয় যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের হিন্দু সপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার তিনদিনের ছুটি ও অর্পিত সম্পত্তি আইনের বাস্তবায়ন, হিন্দু সুরক্ষা আইনের কথাও বক্তারা উল্লেখ করেন। এসময় বিভিন্ন সংগঠনটির সকল সদস্যরা উপস্থিত হয়ে একিদেনর ছুটি নিয়ে পরিবার পরিজনসহ আত্মীয়স্বজনের সাথে সময় কাটাতে পারেন না বলে দাবীতে দূর্গাপুজায় তিন দিন ছুটি দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই বলে জানান। তাই আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের ,কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি নয়ন রায়, কেন্দ্রীয় কমিটির সভাপতি মিত্র বরুণ রায়, লালমনিরহাট জেলা শাখার সভাপতি অভিজিৎ দত্ত, সাধারণ সম্পাদক অর্জুন রায়, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক চয়ণ রায়সহ সংগঠনের সদস্যরা সেই সময় উপস্থিত ছিলেন।