রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে ট্রান্সপারমা চুরির ঘটনায় দুইজনকে আটক করছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ।
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ২টা থেকে এই অভিযান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।
আটককৃতরা হলেন- মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আসাদুল হকের ছেলে শাহাদাত হোসেন (২৩)একই এলাকার নুর আমিন মাঝীর ছেলে রাশেদ (২৭) তাছাড়া এদের মধ্যে রোহিঙ্গা রয়েছে একজন যার মাধ্যমে এইসব এলাকার ট্রান্সপারমা চুরি হতো বলে জানা যায়। তাছাড়া এদের বড় একটি টিম রয়েছে বলে প্রাথমিকভাবে জানান যায়।
এই ঘটনায় ২টি ট্রান্সপারমা উদ্ধার করছেন ইউনিয়ন পরিষদ।
মোহাম্মদপুর ইউনিয়ন বিদ্যুৎ অফিসে কর্মরত ইনচার্জ রেজাউল করিম তিতাস বলেন- গত দুই মাস ধরে মোহাম্মদপুরে ব্যাপক হারে ট্রান্সপারমা চুরির ঘটনায় ঘটেছে। আজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের মাধ্যমে আমরা এই চোর গুলোকে ধরতে সক্ষম হয়েছি।
৮নং মোহাম্মদপুরের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী বলেন- আমি এবং আমার পরিষদের সদস্যরা বিষয় টা জানলে তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করি।এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করি। যাদের মধ্যে অভিযুক্ত দুইজন এবং রোহিঙ্গা একজন সহ আমরা চর জব্বর থানায় হস্তান্তর করি। তিনি আরো বলেন- এদের বড় একটি টিম রয়েছে যার মাধ্যমে তারা ট্রান্সপারমা চুরি করতে সক্ষম হয়।