মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষারসহ ৫ যুবদল নেতাকর্মীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা’র দিক-নির্দেশনায় হরিরামপুরে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাটগ্রাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংখিপ্ত সমাবেশ করে ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শামীম আহমেদ , বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিক বিশ্বাস, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ অন্যারা।
সভায় বক্তারা অবিলম্বে দোষী, সমাজ বিরোধী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ;বুধবার রাতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে মিটিং শেষে মোটরাসাইকেল নিয়ে হরিরামপুর ফিরছিলেন যুবদলের নেতারা। পথে সদর উপজেলার নবগ্রামের সরুপাই সেতু এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতের মধ্যে যুবদলের আহ্বায়ক জাহিদুর রহমান তুষারের অবস্থা গুরুত্ব হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।