মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর,প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.মোঃ শওকত আলী মোল্লা,ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের সুপার নিউমারারি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,ডাসার থানার এসআই পিযুর্ষ কান্তি,গোপালপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈ, সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের ইতিহাস তুলে ধরে আলোচনা করে বলেন,১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান প্রণীত হয় তার ১৭ নম্বর অনুচ্ছেদে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামুলক ঘোষনা করা হয়। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মত সাক্ষরতা দিবস উদযাপন হয় এবং ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশের ঠাকুরগাও জেলার কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে নিরক্ষরতামুক্ত গ্রাম ঘোষনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে নিরক্ষরতামুক্ত গ্রাম ঘোষনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।