নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি খুলনা
খুলনা জেলার বটিয়াঘাটা উপেলার ঝাপঝাপিয়া নদী বিলুপ্ত প্রায়, প্রতিফলে এলাকার হাজারো জমিতে ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান এলাকাবাসী। তেমনি মৎসজীবি জনগন সহ, ঐতিহ্য বাহী সুখদাড়া বাজারে বাইরের ব্যাবসাহীরা আসতে না পারায় এলাকার জনসাধারণ ও ব্যাবসাহীদের ক্ষতি সাধন হচ্ছে,এক কাপড় ব্যবসায়ী তপন নাথ বলেন নদীর গভীরতা না থাকায় আমাদের নৌকা বাজারে আসতে পারেনা, এজন্য আমাদের গাঁওঘরা খেওয়াঘাটে নৌকায় রেখে, এখানে ভ্যানে করে মালামাল নিয়ে আসতে অনেক খরচ হয়ে যায়, এজন্য অনেক ব্যবসায় এখন সুখ দাঁড়া বাজারে ব্যাবসা করা ছেড়ে দিয়েছে বলে জানান তিনি, জুতা ব্যবসায়ী তানজু সাহেব,কামরুল,আপসার, বলেন আমাদের আগামীতে আর ব্যবসা করা সম্ভব হবে না আমাদের বোর্ড যদি উদ্ধরা বাজারে না আসে তাহলে গাওপাড়া বাজারে বোর্ড রেখে দোকানদারি করতে গেলে অনেক খরচ হয়ে যায়, তাতে আমাদের ব্যবসায় যে লাভ হয় তার থেকে খরচ বেশি হয়, অতি দ্রুত ঝাব ঝাপিয়া নদী খনন না করলে আমাদের অনেক ক্ষতি হবে , ভবিষ্যতে এখানে ব্যবসা করা সম্ভব হবে না। তাই অতিজুরুরী ভাবে নদীখনন করার দাবী এলাকাবাসি ও ব্যবসায়ী মহলের।