মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি :
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান পুলিশ প্লাজা বগুড়া শুভ উদ্বোধন করেন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি মহোদয় বলেন,
বগুড়ায় আধুনিক মানের শপিং মল, বাণিজ্যিক সম্প্রসারণের পাশাপাশি উন্নত বিনোদন ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জীবন মানের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে পুলিশ প্লাজা বগুড়া।
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে ১২ হাজারেও বেশি পুলিশ সদস্যদেরকে প্রায় ৭১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। যাদের মধ্যে অকালে মৃত্যুকালীন অনুদান, চিকিৎসা অনুদান ও ছেলে মেয়ে দের শিক্ষাবৃত্তি। করোনা মহামারীতে পুলিশ সদস্যরা সামনের সারি থেকে দেশের সেবা করে গেছেন। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলা সহজ হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে সামাজিক ভয়াবহ বিপদ থেকে যুব সমাজকে মুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় অত্যাধুনিক বহুতল ভবন বিশিষ্ট এই পুলিশ প্লাজা। সমগ্র শপিং মল শীতাতপ নিয়ন্ত্রিত, নির্ধারিত পন্যের জন্য ভবনের নির্দিষ্ট ফ্লোর সুসজ্জিত রয়েছে।
আগুন ও ধোয়া সনাক্তকরণের স্বয়ংক্রিয় এবং আন্তর্জাতিক মানসম্মত অগ্নি নির্বাপক ও স্বয়ংক্রিয় বিপদ সংকেত ব্যবস্থা। সিসি ক্যামেরা, ইমারজেন্সি মেডিকেল এবং ফাস্ট এইড পয়েন্টসহ আধুনিক সুবিধা রয়েছে এই প্লাজায়।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ, সর্বাধুনিক, নান্দনিক ও সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত শপিংমল পুলিশ প্লাজা বগুড়া সম্মানিত নাগরিকদের সাথে বাংলাদেশ পুলিশের এক অনন্য সম্প্রীতি স্থাপন হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে , মাননীয় সংসদ সদস্য বগুড়া-৫, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ফিন্যান্স), রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম পিপিএম, বিভিন্ন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।