ঢাকাSunday , 10 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনিতে চুরির সন্দেহে ফকির থেকে রুটি পড়া খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ

দেশ চ্যানেল
September 10, 2023 12:01 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ,
মাদারীপুর,প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার রামচন্দ্রপুর গ্রামে চুরি সন্দেহের অভিযোগ এনে জাহিদুল ইসলাম(৪০)নামে এক মুদি দোকানিকে রুটি পড়া খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরন করেন।
আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, দোকানের জমি নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে একই এলাকার দুলাল সিকদার ও মামুন সিকদারের পরিবারের সাথে।গত ১৫ দিন পূর্বে রামচন্দ্রপুর বাজারের দোকানে রাতে চুরির ঘটনা ঘটলে, ওই চুরি জাহিদুল বেপারী করেছে বলে দুলাল সিকদার ও মামুন সিকদার অভিযোগ আনে। চোর সনাক্ত করতে ফরিদপুর থেকে অজ্ঞাত এক ফকির থেকে রুটি পড়া খাইয়ে দেন এবং একটি ডিম পড়া এনে আগুন দিয়ে পানিতে জ্বালাতে থাকেন। এতে জাহিদুল অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। জাহিদুল রামচন্দ্রপুর গ্রামের মৃতঃ দলিলদ্দিন বেপারীর ছেলে।
ভুক্তভোগীর বোনের দাবি,তার ভাইয়ের সাথে বাজারের দোকানের জমি নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রুটির সাথে অন্য কিছু মিশিয়ে খাওয়ানো হয়। আর ডিম পড়া এনে আগুনে জ্বালায়, এতে করে সে অসুস্থ হয়ে পড়ে।
অভিযুক্ত দুলাল সিকদার ও মামুন সিকদারকে এলাকায় পাওয়া যায়নি।তাদের মুঠোফোন ফোন করলে ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হোসেন বলেন, আমরা এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST