সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে ২ দিনের মধ্যে নাম জারীর আবেদন সম্পূর্ণ করেছেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
১০ সেপ্টেম্বর রোজ রবিবার লাখাই উপজেলার মোঃ মানিক মিয়া নামের এক শারীরিক প্রতিবন্ধী কে তাৎক্ষণিক সেবা প্রদান করেন তিনি।
সূত্রে জানা যায়, গত শনিবার শারীরিক প্রতিবন্ধী মোঃ মানিক মিয়া নাম জারীর জন্য আবেদন করেন,নাম জারীর আবেদন করার পর ১০ সেপ্টেম্বর সার্ভেয়ার রিপোর্ট গ্রহণ করে সেবা গ্রহীতা মোঃ মানিক মিয়ার হাতে পর্চা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
শারীরিক প্রতিবন্ধী মোঃ মানিক মিয়া বলেন সরকারী ফি ১১৭০ টাকা জমা দিয়ে কোন তদবির ছাড়া দ্রুত সময়ে ২ দিনের মধ্যে নাম জারীর আবেদন করে আমার হাতে পর্চা পেয়েছি এবং কোন ঝামেলা ছাড়া দ্রুত সময়ে উপজেলা ভূমি অফিসের সেবা পেয়ে আমি খুব খুশি।
লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মাসুদুর রহমান জানান, শারীরিক প্রতিবন্ধী একজন সেবাগ্রহীতাকে তাৎক্ষণিক সেবা প্রদান করতে পেরে আমার এক অন্য রকম ভালোলাগার অনুভূতি কাজ করছে।
তিনি আরও জানান লাখাই উপজেলার যেকোন শ্রেণী পেশার মানুষ উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসলে চেষ্টা করি দ্রুত সময়ে সেবা দেওয়ার জন্য এবং লাখাই উপজেলার সর্বস্তরের জনসাধারণের জন্য উপজেলা ভূমি অফিসের দরজা সবসময় খোলা।
তিনি আরও বলেন
“সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে”