খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ১০ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২নং গ্যালারী প্রাঙ্গনে জন্মগত বধিরতা দূরীকরণ কর্মসূচি (কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম) এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোঃ গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আ’লীগের সভাপতি আলহাজ এহতেশামুল আলম, মমেক অধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ আব্দুল কাদের, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা: মতিউর রহমান ভূইয়া, স্বাচিপ এর সহ সভাপতি অধ্যাপক ডা: মিজানুর রহমান, জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা: মোঃ জাকারিয়া সরকার, ময়মনসিংহ বিভাগীয় সমাজকল্যাণ অফিসের পরিচালক মোঃ গোলাম মোস্তফাসহ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ডাক্তার ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।