ঢাকাMonday , 11 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালকিনিতে চুরির ঘটনায় রুটিওডিম পড়া খাওয়ানো ভূয়া কবিরাজ গ্রেফতার

    দেশ চ্যানেল
    September 11, 2023 12:05 pm
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ
    মাদারীপুর প্রতিনিধি

    চুরির ঘটনায় চোর ধরতে স্থানীয়দের রুটি ও ডিম পড়া খাওয়ায় এক ফকির। এ রুটি খেয়ে ১ জন গুরুতর অসুস্থ্য হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। পুলিশ আজ দুপুরে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত ফকিরকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।
    সাংবাদিক সম্মেলনে পুলিশ সুুপার বলেন, ২৫ আগস্ট রাতে কালকিনি থানাধীন রামচন্দ্রপুর গ্রামে দুলাল শিকদারের মুদি ও তেলের দোকান তার পাশের মামুন শিকদারের মুদির দোকানে একটি চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় রাতেই স্থানীয় জনতা চোর সন্দেহে একজনকে ধাওয়া দিলে সে চুরির মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে চুরি হওয়া দোকানের মালিক দুলাল সিকদার ও মামুন শিকদার প্রকৃত চোরকে সানাক্তের জন্য গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের কবিরাজ ইস্রফিলের শরণাপন্ন হন। ১০ সেপ্টেম্বর তারা কবিরাজের নিকট থেকে রুটি পড়া ও ডিম পড়া নিয়ে এসে জাহিদুল ইসলামসহ আরো অনেকেই খেতে দেন। এক পর্যাযে রুটি খাওয়ার কিছুক্ষণ পরই জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। জাহিদুলের পরিবার দ্রুত তাকে চিকিৎসার জন্য কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জাহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। তারই সুত্র ধরে কালকিনি থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ১০ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলার নিশ্চিন্তপুরে ফকির ইস্রফিল শেখকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST