ঢাকাWednesday , 13 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণ করা সেই মাদ্রাসা সুপারকে শোকজ

দেশ চ্যানেল
September 13, 2023 1:37 pm
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে চাকরি বিধি লঙ্ঘণ করে ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণে যাওয়ায় উপজেলার আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদ সরকারকে শোকজ করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ওই শোকজ করেন। সেইসঙ্গে আগামি তিন কর্ম দিবসের মধ্যে মাদ্রাসা সুপারকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরআগে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মন্টু মিয়া বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট পৃথক লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, কোনো প্রকার অনুমতি বা ছুটি ছাড়াই চাকরি বিধি লঙ্ঘণ করে মাঝে মধ্যেই বিদেশ ভ্রমণে যান আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদ সরকার। সেইসঙ্গে এককভাবে অনিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসাটি পরিচালনা করছেন তিনি। এতে মাদ্রাসাটির শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস পালনে অনীহা এবং মাদ্রাসার জমি ইজারা বাবদ প্রাপ্ত আয়ের টাকা মাদ্রাসা সুপার আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম শোকজ’র সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আগামি তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তিনি সঠিক ও সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি।
এদিকে জানতে চাইলে অভিযুক্ত মাদ্রাসার সুপার আবু সাঈদ সরকার নিজেকে নির্দোষ দাবি করলেও চিকিৎসার জন্য একাধিকবার বিদেশে যাওয়ার কথা স্বীকার করেন। এছাড়া প্রতিষ্ঠানের জমি লীজ বাবদ টাকা ব্যাংকেই জমা রয়েছে। যথাযথভাবেই সব জাতীয় দিবস পালন করে থাকেন। মূলত সহ-সুপার পদে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মতবিরোধের কারণে সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে অহেতুক তাকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন ওই মাদ্রাসা সুপার। প্রসঙ্গত: বিগত ০৫ সেপ্টেম্বর একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণে মাদ্রাসা সুপার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মন্টু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST